চন্দ্রিমা উদ্যানে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ

    0
    22

    রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

    আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। বিএনপির অভিযোগ, নির্দিষ্ট সময়ের আগে নেতাকর্মীরা এখানে উপস্থিত হওয়া শুরু করলে পুলিশ সেখানে বাধা প্রদান করে এবং তাদের উপর হামলা করে। বিনা উস্কানীতে নেতা-কর্মীদের উপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

    যদিও পুলিশের তেজগাঁও বিভাগের ডিসির দাবি, পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। অহত হন, অনেকে পুলিশ সদস্য। বাধ্য হয়ে পুলিশ টিয়ারশেল ছোঁড়ে।