চীন-ফিলিপাইনের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু

    0
    13

    ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে মাছ ধরার চীনের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে । শুক্রবার (৭ মে) ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, ফিলিপাইনের দুতের্তে সরকার এরই মধ্যে জেলেদের দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় মাছ ধরার জন্য উৎসাহিত করছে। এ ঘটনা চীন এবং ফিলিপাইনের মধ্যে  নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে।ফিলিপাইনের দক্ষিণ চীন সাগরবিষয়ক টাস্কফোর্স এক বিবৃতিতে জানায়, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ফিলিপাইনের জেলেদের জন্য প্রযোজ্য নয় বরং দক্ষিণ চীন সাগরে পানিসীমায় মাছ ধরবে। এ ছাড়া হুমকির সুরে তারা জানায়, ফিলিপাইন তার জাতীয় স্বার্থ রক্ষায় মোটেই একচুলও ছাড় দেবে না। চীন দক্ষিণ চীন সাগরের জলসীমার বেশির ভাগই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে সাগরের উপকূলবর্তী অন্য দেশগুলো তা মানতে রাজি নয়। বেইজিং সরকার ২০ বছর আগে দক্ষিণ চীন সাগরে  মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে।