জেলা প্রশাসকের বাঁধার মুখে চট্টগ্রাম আইনজীবি ভবনে ওয়াসার পানি সংযোগ।

    0
    24


    বিশেষ প্রতিনিধি ঃ-
    চট্টগ্রাম জেলা প্রশাসক ও আইনজীবি সমিতির বিরোধের মধ্যে চট্টগ্রাম আইনজীবি সমিতির ভবনে পানি সংযোগ পুনঃ স্হাপন করেছে চট্টগ্রাম ওয়াসা , এ নিয়ে সারা দিন চরম উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রাম কোর্ট হিল এলাকায়।
    সুত্র জানায় আজ শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম আইনজীবি সমিতির ভবনে পানির সংযোগ লাইন স্হাপন করার জন্য ওয়াসা কর্মচারীরা কাজ করতে এলে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে গণপূর্ত বিভাগের কর্মচারীরা এসে কাজে বাঁধা দেয়। তাদের দাবী চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে তারা কাজে বাঁধা দিতে এসেছে। এ খবর ছড়িয়ে পড়লে আইনজীবীরা এসে কোট হিল এলাকায় জড়ো হতে থাকে, এসময় দুই পক্ষে চরম উত্তেজনা দেখা দেয়।
    এ বিষয়ে জানত চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন বলেন, আইনজীবী সমিতি চট্টগ্রাম সিটি করপোরেশন কে সড়ক কাটার ক্ষতিপুরন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযত অনুমোদন নিয়ে সমিতির ভবনে বিকল হওয়া পানির

    সংযোগ লাইন পুনঃ স্হাপন কাজ শুরু করেছি, এতে জেলা প্রশাসক উদ্দেশ্য প্রনোদিত ভাবে গণপূর্ত বিভাগের লোকজন সহ প্রশাসনের লোকজন পাঠিয়ে কাজে বাঁধা সৃষ্টি করে, আমরা তাদের বলেছি যথাযথ কতৃপক্ষের অনুমোদন নিয়ে চট্টগ্রাম ওয়াসা তাদের সংযোগ স্হাপন করলে জেলা প্রশাসকের এখতিয়ার নেই এতে বাধা দেওয়ার।
    এসময় উপস্থিত বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট মজিবুল হক বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এখতিয়ার বহিঃভূত অযাচিত হস্তক্ষেপ আইনজীবী সমাজ অনেক সহ্য করছে আর না। জেলা প্রশাসক কে সংযত আচরণ করার অনুরোধ জানান।
    আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতার সাইমুল চৌধুরী বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক বেশ কিছু দিন ধরে জেলা আইনজীবী সমিতির সাথে অহেতুক দন্দে জড়িয়ে মিডিয়ার নানা ধরনের হুমকি সহ বিভিন্ন কাজে বাঁধা সৃষ্টি করে যাচ্ছে, জেলা প্রশাসকের এধরণের হীন প্রচেষ্টা চট্টগ্রামের আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে বদ্ধ পরিকর।
    এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।