টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তান একাদশে আফ্রিদি

    0
    9

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে বোলিং করবে বাবর আজমের পাকিস্তান।

    এ ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে একাদশ অপরিবর্তিত রেখেছে টাইগাররা। তবে পাকিস্তান একাদশে এসেছে এক পরিবর্তন। পেসার হাসান আলির বদলে ঢুকেছেন শাহিন শাহ আফ্রিদি।

    প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই এ ম্যাচ জিতে সিরিজ বগলদাবা করতে চায় তারা। 

    বাংলাদেশ একাদশ

    নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

    পাকিস্তান একাদশ

    বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।