টিকার বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা : স্বাস্থ্যের ডিজি

    0
    14

    করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

    সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    টিকাদানের বয়সসীমা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এ বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছি। মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেয়া হয়েছে।’

    এটা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে বলে জানান তিনি।

    এপ্রিলের পর দেশে ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ শুরু হয়। এরপর থেকে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনভাবে বেড়েই চলছে। আইইডিসিআর জিনোম সিকোয়েন্সিং করে জানিয়েছে, মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।

    বাংলাদেশে এখন পর্যন্ত যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকায় বিটা ভ্যারিয়েন্ট, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট, নাইজেরিয়ার ইটা ভ্যারিয়েন্ট এবং বি১.১.৬১৮ (অজ্ঞাত) একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।