টিকা নিবন্ধনে বৃষ্টি উপেক্ষা করে ইস্কাটনে প্রবাসীদের ভিড়

0
9

টিকা নিবন্ধনের জন্য কঠোর লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করেই ইস্কাটনে ভীড় করেছেন প্রবাসীরা। শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন তারা। তবে নিবন্ধন অ্যাপ কাজ না করায় শেষ পর্যন্ত আজও তাদের হতাশ হয়েই ফিরতে হয়েছে

ভোগান্তি চরমে পৌঁছালে একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। এসময় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, অনলাইনে নিবন্ধন করতে না পারায় লকডাউনে নানা ভোগান্তি মাথায় নিয়েই তাদের আসতে হয়েছে। 

অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমোদন দেয়া হলেও অন্যরা পাচ্ছেন না। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃপক্ষের আশ্বাসে বের হয়ে যান তারা। 

ঢাকা ছাড়াও দেশের অন্যান্য কেন্দ্রগুলোতেও নিবন্ধনের জন্য সকাল থেকেই ভীড় করছেন প্রবাসী শ্রমিকরা।