টিকা সংকট কেটে গেছে: প্রধানমন্ত্রী

    0
    9

    ভ্যাকসিন নিয়ে যে সংকট ছিলো, তা কেটে গেছে। জুলাই থেকে আরো অনেক ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) সংসদের বাজেট পরবর্তী আলোচনায় একথা জানান তিনি।

    এসময় তিনি বলেন, চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রবাসী যারা দেশের বাইরে যাবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের দুই ডোজ টিকা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    এবারের বাজেটে করোনার ক্ষতি মোকাবেলায়, বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি। সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেনো তাড়াতাড়ি খুলতে পারে, তাই শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া হবে।