ট্রাম্পের জামাতার তহবিলে সৌদি যুবরাজের ২০০ কোটি ডলার অনুদান

    0
    26

    হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

    জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেয়া হচ্ছে তার চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান। খবর প্রেসটিভির।

    সৌদি আরব থেকে তহবিল নেয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করছেন জারেড কুশনার।

    এরইমধ্যে জারেড কুশনারের এ প্রতিষ্ঠানে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে তা পরিষ্কার নয়।

    হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে কুশনার রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন।

    এর আগে গত জুলাই মাসে খবর বের হয়েছিল যে, কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন যার সদরদপ্তর হবে মিয়ামিতে।