দেশে পৌঁছালো সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা

    0
    14

    টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট এই টিকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

    স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা এসেছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।’

    এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়।

    এই চালানসহ পাঁচ দিনে চীন থেকে মোট প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মের টিকা আসবে।

    এছাড়া, চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে বাংলাদেশের। এর আগে, চীন থেকে মোট ৮১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে। এর মধ্যে, ক্রয় চুক্তির আওতায় এসেছে ৭০ লাখ ডোজ টিকা।