ডেপুটি স্পিকার কে দেখে বললেন বোয়ালখালী বাসীর প্রাণীর দাবি কালুরঘাট সেতু

0
127

কুয়াশার আবেগের লেখা

এই তো কদিন আগের কথা ঢাকা ‘এভারকেয়ার’হসপিটালে জাতীয় সংসদ এর ডিপুটি স্পিকার আপনাকে দেখতে আসলো,আপনে উনার কাছে দোয়া চাইলেন আর বললেন,বোয়ালখালী বাসির প্রানের দাবী কালুরঘাট সেতুর কথা,স্পিকার অবাক হয়ে বললেন মোছলেম ভাই আপনি সুস্থ হয়ে ওঠেন আপনার সপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

এই তো কদিন আগের কথা,এভারকেয়ার হসপিটাল থেকে কল করে বললেন আপনার ম্যানেজার মিঠু দা কে,মিঠু কম্বল গুলোর হিসাব রেখো আমি চট্রগ্রাম গিয়ে বোয়ালখালি তে বিতরণ করব,,,

এই তো কদিন আগে,,চট্রগ্রাম পল্গ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র জনসভা ৪ঠা ডিসেম্বর কিন্তু আপনি যে অসুস্থ কাউকেই বুঝতে দেন নি,আপনি দায়িত্ব কাধে নিয়ে পরিশ্রম করেই যাচ্ছেন জনসভা সফল করার লক্ষ্যে,,নানা ভাই আপনি অসুস্থ ছিলেন,আপনার ক্যামো নিবার তারিখ পড়ে ৩ই ডিসেম্বর পূরো পরিবারের সদস্য,ডাক্তার,কারোর কথা সুনলেন না,ক্যামো নিলেন না,কেননা ক্যামো নিলে জনসাভায় উপস্থিত হতে পারতেন না,,কেননা আপনি জানতেন যে আপনি জনসভায় না থাকলে আপনার কালুরঘাটের কথা কে বলবে,কে নেত্রীর কাছে তুলে ধরবে,,,,কোন ভাবেই আপনি মানতে চাইতেন না যে আপনি অসুস্থ।
আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়ে খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম।

নিজের জীবনের কথা না ভেবে শুধু মানুষের কথা ভেবে আমাদের ছেড়ে চলে গেলেন নানা ভাই।
ভাবতেই অবাক লাগে নানা ভাই।
দায়িত্ব কি ভাবে পালন করতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম আপনাকে চির স্মরণীয় করে রাখবে।
বোয়ালখালি বাসি আপনাকে সারাজীবন মনে রাখবে নানা ভাই।
নানা ভাই এর জন্য সকলে দোয়া করবেন,
হে আল্লাহ নানা ভাইকে জান্নাত দান করুন,আমীন।

Moslem Uddin Ahmad MP