নির্বাচনকে কেন্দ্র করে দুই জেলায় হামলা-ভাঙচুর

    0
    14

    চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সহিংসতায় রাজবাড়ি এবং চুয়াডাঙ্কায় উভয় পক্ষের আটজন আহত হন। এছাড়াও চুয়াডাঙ্গায় জাসদ প্রার্থাীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।নির্বাচনের বাকি আর মাত্র দু দিন। শেষ সময়ের প্রচারণায় তাই উত্তেজনা আর প্রতিযোগিতা একটু বেশিই।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়িতে পৌরসভা নিবার্চনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী আর বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতুর কর্মী সমর্থকতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের দুইজন।অন্যদিকে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পৌর এলাকার বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ছয়টি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এই সময় উভয় পক্ষের ছয়হন আহত হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে জাসদের এই দুই কর্মীকে থেকে গ্রেফতার করে পুলিশ।এর আগে এ ঘটনায় নৌকার মেয়র প্রার্থী হাসান কাদির গনুর ভাই বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে আলমডাঙ্গায় থানায় একটি মামলা দায়ের করেন।