পটিয়ায় চাপড়া তরুণ একতা সংঘের উদ্যোগে বিনামূল্যে ৪র্থ তম খৎনা ক্যাম্প অনুষ্ঠিত|

0
113

অদ্য ০৮ ফেব্রুয়ারী পটিয়া থানার চাপড়া গ্রামে সামাজিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘চাপড়া তরুণ একতা সংঘ’ কর্তৃক আয়োজিত ৪র্থ বারের মত বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চাপড়া ও কুলগাঁও গ্রামের প্রায় ৬৩ জন শিশুকে খৎনা করা হয়। উক্ত খৎনা কর্মসূচি ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হয়। তরুণ একতা সংঘের সভাপতি আবু তালেব অভির সভাপতিত্ব ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ ইউনিট সিএমপি’র টিম লিডার শওকত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায় মানুষের সেবা প্রদানের মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তাকে পেয়ে থাকেন। তাই আমাদের সকলের উচিত তরুণ একতা সংঘের মত সমাজের সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে বিনির্মাণ করা।”

এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাছির আহমেদ, আলহাজ্ব মাহবুবুল হক চৌধুরী, গফুর আহমেদ, আবু বক্কর রায়হান, মঞ্জুরুল আলম, সোলাইমান দোভাষী, জালাল মাষ্টার, মাওলানা জাহাঙ্গীর আলম, সাংবাদিক এস.এম শহীদুল্লাহ, রবিউল আলম(মেম্বার), ইদ্রিস বাবুল মেম্বার, বাহাউদ্দিন বাহা, জানি আলম, সাজ্জাদ, আজিজুল হক, জসিম উদ্দিন, খোকন আহমেদ, এম.এ. রহিম, হিরো আলম, আব্দুর রহমান ইলু প্রমুখ।

অতিথিবৃন্দ বলেন, ‘আমাদের মত অবহেলিত এলাকার যুবকরা সমাজ বিনির্মাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্লাডগ্রুপ নির্ণয়, খৎনা ক্যাম্প, রাস্তা নির্মাণ সহ ইত্যাদি কাজে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। চাপড়া তরুণ একতা সংঘ তাদের সামাজিক ও মানবিক কাজ করে নিতে দিকনির্দেশনা প্রদান ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা।’

উক্ত কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, রাশেদ আহমদ, জয়নাল আবেদিন, সুজন মাঝি, জামাল, নজরুল, আব্দুর রহিম সুমন, জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল, সাব্বির আহমদ, শের আহমেদ, নাছির আহমদ, আব্দুর রহমান টিটু, নুর উদ্দিন, মোঃ খলিল, মোঃ সেলিম, নুর হোসেন, ইউনুস আলী লিটন, তারেক হোসেন, মোঃ সাগর, মোঃ আনোয়ার, শাহ আলম, আনিস, সেলিম, নুরুদ্দিন, খলিল, সায়েম, সাগর, জনি প্রমুখ।