পথে পথে ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত

    0
    155
    পথে পথে ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত

    মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে গণপরিবহন বন্ধ থাকলেও থামছে না ঈদে ঘরমুখো মানুষের ঢল। নানা উপায়ে ঘরে ফিরছেন তারা। ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি থাকায় অনেকেই মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করে বাড়ি ফিরছেন। আবার অনেকেই গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা দিয়েছেন।মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার কর্তৃক সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলেও শনিবার (২৩ মে) থেকে ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে পুলিশ বিভাগ।ফলে রোববার (২৪ মে) সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে গেছে। নানা উপায়ে ঈদে ঘরে ফিরছেন উত্তর বঙ্গের হাজার হাজার মানুষ।কেউ ফিরছেন ব্যক্তিগত গাড়িতে। আবার অনেকেই প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি বা মটর সাইকেল ভাড়া করে বাড়ি ফিরছেন। পায়ে হেঁটেও রওনা হয়েছেন অনেকেই। ফলে নানা ভোগান্তিরও শিকার হচ্ছেন ঈদে বাড়ি ফেরা মানুষ।