পবিত্র মদিনায় অবৈধ স্বর্ণসহ বাংলাদেশ বিমানের কেবিন ক্রু গ্রেপ্তার

    0
    32

    আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক : সৌদি আরবের পবিত্র মদিনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবৈধ ভাবে স্বর্ণ বহন করায় একজন কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে।

    অভিযুক্ত কেবিন ক্রুকের নাম এফ এস এম মৌসুমি,গ্রেপ্তারকৃত কেবিন ক্রুকে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয় বলে বিমান সূত্রে জানা গিয়েছে ।

    গত বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি ৩৩৮ নম্বর ফ্লাইট থেকে অবৈধ স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়।

    তথ্য সূত্রে জানা যায়,গত বুধবার রাত সাড়ে আটটায় মদিনা-ঢাকাগামী বিমানের একটি ফ্লাইটে অবস্থানকালে কেবিন ক্রু মৌসুমির হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এয়ারপোর্ট নিরাপত্তাকর্মীরা। এ সময় তার ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।পরবর্তীতে তাকে মদিনায় বিমানের স্টেশন ম্যানেজারে নিকট অর্পণ করা হয়।

    উক্ত ঘটনায় প্রায় এক ঘণ্টার বেশি সময় পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।মদিনা থেকে বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেন।অবশেষে অবৈধ স্বর্ণসহ আটক কেবিন ক্রু মৌসুমিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।