পানির নিচে বন্দরনগরী চট্টগ্রাম

    0
    34

    আবারও পানির নিচে বন্দরনগরী চট্টগ্রাম। ভোর থেকে মুষলধারে বর্ষণে জলাবদ্ধতার চরম বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। সেই সঙ্গে পানির মধ্যে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে চালকদের।  বছরের পর বছর পার হলেও জলাবদ্ধতার সমস্যা থেকে কোনোভাবেই পরিত্রাণ মিলছে না চট্টগ্রামবাসীর।রোববার (০৬ জুন) ভোর থেকে মুষলধারে বর্ষণের কারণে পানির নিচে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। নগরীর প্রবর্তক মোড়, আগ্রাবাদ, চকবাজার, ওয়াসাসহ বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষকে পানির কারণে চরম বেকায়দায় পড়তে দেখা গেছে।সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার পরও কোনো উন্নয়ন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।ভুক্তভোগীরা বলেন, অফিসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানির কারণে আটকে আছি এখানে। আমরা চাই এটা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এটার একটা ব্যবস্থা করা।আরেকজন বলেন, কর্তৃপক্ষের কোনো মাথাব্যথাই নেই। আমাদের কষ্টের কোনো সীমা নেই।      অনেক জায়গায় পানির উচ্চতা কোমরসমানও দেখা যায়। পানির কারণে নষ্ট হয়ে যায় অনেক গাড়ি। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয় যানজটের।আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।