‘পুলিশের বাধায়’ শহিদ মিনারে ছাত্রদলের অনশন পণ্ড

    0
    7

    রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি ‘পুলিশের বাধায়’ পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


    সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এ অনশন কর্মসূচি দিয়েছিল ছাত্রদল।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতীকী অনশন শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা। বিকাল ৩টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলার কথা ছিল।

    কিন্তু বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

    তিনি বলেন, পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। কয়েকজনকে লাঠিপেটা করেছে।

    অভিযোগ অস্বীকার করে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, আমরা কোনো বাধা দিইনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স আনা হয়েছিল। তাদের আমরা অনুরোধ করেছি, কোনো বলপ্রয়োগ করা হয়নি। পরে তারা দ্রুত সময়ে কর্মসূচি শেষ করে দিয়েছে।

    ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ এর আগে বক্তৃতা করেন