প্রকৌশলীকে মারধর, এমপির ভাগ্নে গ্রেপ্তার

0
31

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট, হত্যার হুমকি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে মীর নাফিউল ইসলাম অন্তরকে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের কান্দিভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন।আব্দুল মতিন জানান, ঠিকাদার মীর আমিরুল ইসলাম জাহানের একটি নির্মাণ কাজের ত্রুটি নিয়ে আপত্তি তোলেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান। এ খবর ঠিকাদারের ছেলে নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর নাফিউল ইসলাম অন্তরের কানে গেলে সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডে গিয়ে নির্বাহী প্রকৌশলীকে মারপিট, ফাইলপত্র তছনছ ও নাটোরে চাকরি করলে হত্যার হুমকি দেন তিনি।এ ঘটনায় রাতেই নাটোর থানায় মামলা দায়ের করেন নির্বাহী প্রকৌশলী আবু রায়হান। অন্তরের বাবা ও ঠিকাদার জাহান নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।