প্রতারণার ঘটনায় তথ্য পাচারে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

0
21

ব্ল্যাকমেইলিং চক্রের কাছে গ্রাহকদের তথ্য দেওয়ার অভিযোগে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসের তেজগাঁও অঞ্চলের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ওই দুজনসহ গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।পুলিশের কাছে দেয়া তথ্য মতে, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের কর্মকর্তা অনিক বিভিন্ন গ্রাহকের তথ্য ব্ল্যাকমেইলিং চক্রের সদস্য পারভীন আক্তারকে দিতেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় প্রতারক পারভীনকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে গ্রামীণফোনের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের নাম। পরে অনিককে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার হাতিরঝিল থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এতে অনিক ও পারভীন ছাড়াও আসামি করা হয় গ্রামীণফোন লিমিটেডকে।