প্রতারনার মামলায় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইউনুস কারাগারে

    0
    83


    চট্টগ্রাম এর মামলা নং ৪২৫/২১ (কোতোয়ালি) এর বাদি জনাব নিজাম উদ্দিন সাহেবের নিকট হতে ৩৮০০০০০ (আটত্রিশ লক্ষ) টাকা নিয়ে বিনিময়ে হোসাইন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস ০৩টি চেক দেন এবং পরে আর টাকা ফেরত দেয়নি। ফলে ৪০৬/৪২০ ধারায় মামলা হয়। মামলার রায়ের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হলে আসামী মোহাম্মদ ইউনুস হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেয়। পরে সিএমএম আদালতে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণ করেন। আসামি একজন আন্তর্জাতিক মানের প্রতারক। আসামী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অত্র মামলার বাদী ৬১৮০০০০০(ছয় কোটি আটার লক্ষ) টাকার আরো একটি চেক ডিজঅনার মামলা করেন। আসামী মোহাম্মদ ইউনুস ফল মুন্ডির ব্যবসার সূত্র ধরে এবং সারের প্রজেক্ট আছে বলে বিভিন্ন লোক থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তাহার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন আছে। তিনি গ্রেপ্তার হওয়াতে চট্টগ্রাম শহর সহ তাহার গ্রামের বাড়ি বোয়ালখালীতে সাধারণ জনগণ ও ক্ষতিগ্রস্ত লোকজন মিষ্টি বিতরণ করেন।