প্রধানমন্ত্রীর প্রাণনাশের চক্রান্ত নিয়ে তদন্তের দাবি এমপি হারুনের 

    0
    6

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সত্যিই চক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

    গত বুধবার (৩১ আগস্ট) আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সংসদে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। অর্থের বিনিময়ে সরকারি দলের (আওয়ামী লীগ) লোকজনও এ চক্রান্তের সঙ্গে জড়িত।

    ওই বক্তব্য উদ্ধৃত করে হারুন বলেন, আমি নিজ কানে শুনেছি সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এ বক্তব্য দিয়েছেন। এটি উড়িয়ে দেয়ার সুযোগ নেই।


    সত্যিই এ ধরনের চক্রান্ত হচ্ছে কিনা, কারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তা বের করতে গভীরভাবে তদন্ত করারও দাবি জানান হারুন। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্যও দাবি করেন বিএনপির এই এমপি।

    এসময় হারুন আরও বলেন, যারা গুম হয়েছেন, তারা কি আইনের আশ্রয় পাবেন না? আন্দোলন-সংগ্রামে গুলিতে মারা যাওয়া এক বিষয়, আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। সরকারি দল বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা এগুলো কি কমেছে? নির্বাচন ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে?