প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা 

    0
    14

    প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনও সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার (১৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

    বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে সরকারি কাজ বা অনুরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। 

    প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

    এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা কোনও প্রকার ব্যবসা বা অনুরূপ তদবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ধরনের অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের চেষ্টা দেখা গেলে প্রতারক সম্পর্কে নিম্নলিখিত কর্মকর্তাদের কাছে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে।

    আরও পড়ুন: হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে নতুন নির্দেশনা

    কর্মকর্তারা হলেন- 

    প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪৪০ (অফিস) ও ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল)।

    প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪১৭ (অফিস) ও ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল)।

    প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪৪২ (অফিস) ও ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)।