নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: প্রবাসী বাংলাদেশিদের রি-ইস্যু ও নতুন পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।
এসময় এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট কাজী সারওয়ার হাবীব সিআইপি (জাপান), সহকারী মহাসচিব আব্দুল আজিজ খান (কাতার) সিআইপি, পরিচালক অর্থ (ওমান) প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি ও নির্বাহী সদস্য জসিম উদ্দিন (দুবাই) সিআইপি ও আব্দুল করিম সিআইপি (ওমান) প্রমুখ।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বলেন সমস্যা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা ভিত্তিতে আন্ত মন্ত্রণালয়ের মিটিং এ প্রবাসীদের প্রতিনিধি হিসেবে অ্যাসোসিয়েশন এর নেতাদের সম্পৃক্ত করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর যৌথভাবে প্রবাসীদের পাসপোর্ট সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিএনএন/বিএন/সিটিজি