প্রায় আট মাস পর আবারও ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

    0
    11

    সপ্তম দফায় আজ তিনশ’র বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের আনা হয় চট্টগ্রামে। 

    আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নৌবাহিনীর জাহাজে নেয়া হবে ভাসানচর আশ্রয়শিবিরে। জাতিসংঘ যুক্ত হওয়ার পর, এটাই প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। 

    জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়েছিল ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে।

    ভাসানচরের আশ্রয়শিবিরে মোট ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এক লাখ রোহিঙ্গার ধারণক্ষমতার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ নৌবাহিনী। ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়।