ফুরিয়ে গেছে কয়লা, অন্ধকারে ডুবে যাচ্ছে দিল্লিসহ অনেক শহর

    0
    17

    ভারতের জাতীয় গ্রিডে মোট বিদ্যুতের ৭০ শতাংশ সরবরাহ করে ১৩৫টি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্রে ফুরিয়ে গেছে কয়লা। আর মাত্র তিন দিন চলার মতো কয়লা আছে কেন্দ্রগুলোতে। খবর এনডিটিভির।

    আর এই কয়লা না থাকায় তীব্র বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে দিল্লি, পাঞ্জাব, রাজস্থানসহ ভারতের অনেক রাজ্য। এদের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কেবল দুই-তিন দিনের কয়লা মজুত রয়েছে। অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই কয়লার মজুত তলানিতে এসে ঠেকেছে।

    কেন্দ্রীয় সরকার এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে কয়লা সরবরাহ স্বাভাবিক করার আবেদন করেছে রাজ্যগুলো। সময়মতো কয়লা না পেলে তাদের ব্ল্যাক আউট পরিস্থিতির মুখে পড়তে হবে। ইতোমধ্যেই লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে দিল্লিসহ অনেক শহর।

    এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কেন্দ্র যদি বিদ্যুৎকেন্দ্রে কয়লার ঘাটতি দ্রুত সমাধান না করে তাহলে রাজধানী অন্ধকারে নিমজ্জিত হবে। দুই দিনের মধ্যে ব্ল্যাকআউট পরিস্থিতির সম্মুখীন হতে হবে।