বরিশালে আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চান – সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

    0
    216


    সেলিম চৌধুরী সিএনএন বাংলাদেশ ঃ
    বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে মোবাইল কোর্ট কর্তৃক অন্যায়ভাবে সাজা প্রদানের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ।

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র এডভোকেট জনাব এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এক বিবৃতিতে বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে মোবাইল কোর্ট কর্তৃক অন্যায়ভাবে সাজা প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    আজ ৩রা মে, ২০২০ এক বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ বলেন, যে প্রক্রিয়ায় একজন বিজ্ঞ আইনজীবীকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়, বেআইনি এবং প্রচলিত আইনের পরিপন্থী।

    সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসন কতৃক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সত্বর কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সমিতির পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনায় আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে জানান।