বাঁশখালীতে বিদায়ী মেয়রের ওপর হামলা, গ্রেফতার ২

    0
    15

    মুক্তিযোদ্ধা ও বাঁশখালী পৌরসভার সদ্যবিদায়ী মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭০) মারধরের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

    গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালীর উত্তর জলদি এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে মো. সিরাজ (৩৫) ও একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মিনারুল ইসলাম (৩৫)। 

    সোমবার সকালে কক্সবাজারের রামু থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানায়, ১৮ জানুয়ারি বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকায় শেখ সেলিমুল হক চৌধুরীকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা স্থানীয় এমপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অজুহাত তুলে সেলিমকে মারধর করে। 

    মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করা হলে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীর ওপর মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।