বাংলাদেশের রিজার্ভ কমছেই, নেমে গেলো ৩৭ বিলিয়ন ডলারে 

    0
    13

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে নেমে গেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেশগুলোকে ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার আমদানি অর্থ পরিশোধ করা হয়।

    এতে দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। গত বুধবার (৮ সেপ্টেম্বর) যা ছিল ৩৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

    বাণিজ্য নীতি অনুযায়ী, ২ মাস পর পর আকুর সদস্যভুক্ত ৯ দেশের (ভুটান, ভারত, ইরান, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ) আমদানি বিল পরিশোধ করা হয়। জুলাই-আগস্টে সেসব দেশকে তা পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে নেমেছে।

    গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। তবে আমদানির অর্থ পরিশোধের কারণে চলতি বছরের মে থেকে তা কমতে শুরু করে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্যপণ্য সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এতে তা কমছে তো কমছেই।

    এ মুহূর্তে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ঋণসহ বিভিন্ন তহবিলে দেয়া অর্থ বাদ দিয়ে হিসাব করলে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩০ বিলিয়ন ডলার। যা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। সবমিলিয়ে গত ১ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে সাড়ে ১১ বিলিয়ন ডলার।