বাংলাদেশ বিমানে মিলল ১০ কোটি টাকার স্বর্ণ

    0
    28

    চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের ১৫০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার রোকসানা খাতুন।  সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে কাস্টম, শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। বিমানের অভ্যন্তরে কুলিং মেশিনের ভেতরেই স্বর্ণের বার থাকায় বিমানের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, সকাল সোয়া ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮-এ একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এ সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরের পাওয়া যায় কালো টেপ মোড়ানো স্বর্ণের বার।সাড়ে ১৭ কেজি ওজনের এই স্বর্ণ বারের বাজার মূল্য ১০ কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত।  এর আগে গত বছরের অক্টোবর মাসে দুটি চালানে ২৪২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল।