বিভিন্ন ধরণের গ্যাস জমে মগবাজারে বিস্ফোরণ: বিস্ফোরক অধিদপ্তর

0
18

বিভিন্ন ধরনের গ্যাস জমে মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। মিলেছে হাইড্রোকার্বনের উপস্থিতি। সোমবার (২৮ জুন) বিস্ফোরণের স্পট ঘুরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ কথা জানিয়েছেন, বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, বড় ধরনের শক ওয়েভ তৈরি হয়েছিলো। জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বোম্ব এবং স্পেশাল ইউনিট নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

প্রসঙ্গত, গতকাল রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।