বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিল সংযুক্ত আরব আমিরাত

    0
    22

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাব অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

    এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকল না।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এরআগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, শাহজালাল বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে আরব আমিরাতের অনুমোদনের পর। বিমানবন্দরে যে ছয় প্রতিষ্ঠানের ল্যাব আছে, এগুলোর মধ্যে শুধু একটি ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। বাকি ৫টির অনুমোদন এখনো মেলেনি। এই অবস্থায় আরব আমিরাত ফেরত যাত্রীদের ফ্লাইট নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।