বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার সড়ক-অলিগলি

0
120

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিরপথ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। দুর্বল ড্রেনেজ সিস্টেম ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়হীনতার কারণেই এমন অবস্থা-অভিযোগ নাগরিকদের। এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সাগর জল উপচেপড়া বেলা ভূমি নয়। নয় বন্যায় প্লাবিত রাজপথ। মাত্র এক রাতের বৃষ্টিতেই এমন দশা তিলোত্তমা নগরীর রাজপথগুলোর। বৃষ্টিজলে তলিয়ে গেছে কারওয়ানবাজার, তেজগাঁও, বিজয় সরণীসহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক।এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহন চালকেরা।এক শ্রমিক জানান, পানির জন্য হাঁটা যায় না। রাস্তায় চলাফেরা করা অনেক কষ্ট হচ্ছে।প্রতি বর্ষায় নগরীর এমন জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেছেন তারা।এক অফিসগামী জানান, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মানুষ চলতে পারে না। রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায়।রোববার রাত থেকে সোমবার (২০ জুলাই) সকাল নয়টা পর্যন্ত ৮২ মিলি মিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বৃষ্টিপাত আগামী আরও ২-৩ দিন অব্যাহত থাকবে। তবে কোথাও কমি-বেশি হবে।জলাবদ্ধতার কারণে এদিন সড়কগুলোতে দেখা দেয় যানবাহনের জটলা।