বোয়ালখালীতে আরাকান সড়কের পাশে অবৈধ পার্কিং বেড়েছে দুর্ঘটনা !

    0
    16

    এম জাহিদ হাসান
    বোয়ালখালী ( চট্টগ্রাম)
    বোয়ালখালী উপজেলায় প্রবেশের প্রধান ও ব্যস্ততম আরাকান সড়ক কালুরঘাট সেতু থেকে মিলিটারি ব্রীজ পর্যন্ত সড়কের আশপাশ জুড়ে বিভিন্ন মিল ফ্যাক্টরির কাভার্ট ভ্যান ও ট্রাক পার্কিং বাড়িয়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি
    সম্প্রতি আরাকান সড়কের আমতল, , নতুন রাস্তার মাথা, আপেল আহমেদ টেক,পেতন আউলিয়া মাজার গেইট,শাকপুরা বড়ুয়ার টেক সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা ঘটেছে। গত ২ আগষ্ট বিকে কমিউনিটি সেন্টার এলাকায় সিএনজি টেম্পু উল্টো সাগর নামের এক ফুল বিক্রেতা নিহত হয়। জুলাই মাসের শেষের দিকে পেতন আউলিয়া মাজার গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় মাক্রোবাসের হেলপার আসিফ প্রাণ হারায় । সরেজমিনে দেখা যায়, প্রতিনিয়ত পেতন আউলিয়ার মাজার গেইট এলাকায় ৮ থেকে ১০টি কনফিডেন্স লবন ফ্যাক্টরীর লোড আনলোডিং এর ট্রাক কাভার্ড ভ্যান সড়কের একপাশ দখল করে সারিবদ্ধ ভাবে পার্কিং-এ থাকে এতেই বাহন চলাচলে সৃষ্টি হয় ভোগান্তি
    প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়ক যেন মৃত্যুপুরী এই সড়কে গত কয়েক মাসে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। সড়কের আশপাশের পার্কিং উচ্ছেদ করে দুর্ঘটনা ঝুঁকি কমাতে হবে। সড়কটি একমুখী হওয়ায় দুটি গাড়ি একসাথে চলতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে সেখানে অবৈধ পার্কিং যেন মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। জনসাধারণের দাবি সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ পার্কিং উচ্ছেদ সহ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।