বোয়ালখালীতে দুই ভাইয়ের ঈদ খরচের টাকায় পৌছবে অসহায়ের কাছে ঈদ উপহার!

    0
    326

    মুহাম্মদ জাহিদ হাসান
    বোয়ালখালী প্রতিনিধি ঃ- –
    ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে প্রতি বছর মুসলিম সমাজে ধনী গরিবের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায় । এবার তা ব্যাতিক্রম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা আর আগের মত নতুন পোষাক কেনার ধুম পড়ছে না কোথাও ঈদের আমেজ ও আর আগের মত জমবে না সবাই গৃহবন্দী এবারের ঈদ গৃহবন্দীতেই কাটবে। মুসলিম পরিবার গুলো ঈদের আগের থেকেই ঈদকে ঘিরে নানান আয়োজন করে থাকে। উল্লেখযোগ্য হলো ঈদের নতুন জামা কেনার বাজেট করা হয় বিভিন্ন ধাপে এবার হয়ত পরিস্থিতির কারণে জামা কিনা হবে না অনেকের । নতুন পোষাক কিনার পরিবর্তে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে পুরো এলাকায় চমকে দিয়েছে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী রবিউল হোসাইন রুবেল ও তার ছোট ভাই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ ইফতুর রহমান জুয়েল তারা দুই সহোদর ভাই এইবার নিজেদের ঈদের নতুন পোশাক না কিনে সে টাকা দিয়ে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করবে। জানা যায়, প্রায় ৮০ গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। এ বিষয়ে, ডাঃ ইফতুর রহমান জুয়েল বলেন, মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন? কথাটি বারংবার আমাকে ভাবায় ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত করার পর থেকে মানবতার সেবায় নিজেকে সঁপে দেয়ার চেষ্টা করছি। ঈদ মানে আনন্দ জাতির এই ক্ষান্তিকালে নিজের ঈদের পোষাকের টাকা দিয়ে গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারাটাই বড় আনন্দের ব্যাপার। ডাঃ ইফতুর রহমান জুয়েলের বড় ভাই রবিউল হোসাইন রুবেল বলেন, গরিব অসহায় মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ানো আমাদের পরিবারের শিক্ষা আমার চাচা সাবেক ইউ পি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মাসুমের অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে দাঁড়ানো শিখেছি।ছোট বেলা থেকে মানুষের দুঃখ বুঝার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমাদের পরিবারের পক্ষ হতে বিভিন্ন সময় প্রায় ৩০০০ হাজার গরিব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।