বোয়ালখালীতে ফণীভূষণ চৌধুরী স্মরণে প্রধান তোরণ উদ্বোধন

    0
    57

    বোয়ালখালী প্রতিনিধি ঃ-
    বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পূর্ব পাশে শ্রী অরবিন্দ মাতৃমন্দির চত্বরে দার্শনিক-আধ্যাত্বিকসাধক শ্রীঅরবিন্দ’র সার্ধশত জম্মবার্ষিকী’২০২২ উদযাপন ও প্রধান তোরণ স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক ও ফণীভূষণ চৌধুরীর স্মরণে তারই ৩য় পুত্র অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু চন্দন কুমার চৌধুরীর অর্থায়ণে নির্মিত তোরণ উদ্বোধন ও শ্রীঅরবিন্দ’র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক সভা শ্রী অরবিন্দ মাতৃমন্দির কমিটির সভাপতি প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১৫ আগষ্ট সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক ছিলেন- ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশ, প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু ফাউডেশনের মহাসচিব
    অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রধান বক্তা ছিলেন- বিশিষ্ট সমাজ সংগঠক শিক্ষক অমল কান্তি দত্ত, ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মোনাফ,
    ,বাংলাদেশ হিন্দু ফাউডেশনের সহঃ মহাসচিব শ্রী বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অধ্যাপক কানাই লাল দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া।

    শ্রীঅরবিন্দ মাতৃমন্দির কমিটির সাধারন সম্পাদক শিবু দত্ত’র স্বাগত বক্তব্যে ও
    সমাজকর্মী রুবেল চৌধুরীর
    উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
    অবসরপ্রাপ্ত চাকুরীজীবি শ্রী স্বপন চৌধুরী, সমাজসেবক স্বপন ঘোষ, শাকপুরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জনার্দন চৌধুরী রঘু, হিন্দুনেতা উত্তম চৌধুরী, আচার্য সমাজের নেতা রাজু আচার্য, স্থানীয় ইউপি মেম্বার রনি চৌধুরী।
    রেলী পরবর্তী অনুষ্ঠিত এ অনুষ্ঠান
    শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।