বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    0
    25

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
    বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ে অসহায় পরিবারের বাগান জবরদখল ও শতাধিক গাছ কেটে ফেলার প্রতিবাদে গুচ্ছ গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।

    বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক নারি-পুরুষ ও ভুক্তভোগীরারা অংশ গ্রহন করেন।

    ভুক্তভোগী নুরুল আলম নুরু অভিযোগ করে বলেন, ৫০ কানি আম ও লেবু বাগান রাজামিয়া দখল করে ফেলেছে।
    দখল বাজরা প্রভাবশালী হওয়া আমরা প্রতিবাদ ও বাগান ফিরে পেতে চাইলে নানা ভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন।

    ২০/২২ বছর যাবৎ ১২ কানি জায়গায় খুবই কষ্ট করে বাগান করেছি, রাজা মিয়া গং জোর করে নিয়ে ফেলেছে। আমি এ জায়গা ফেরত পেতে চাইলে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আছিয়া খাতুন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ নুরুল আলম নুরু, মোঃ নাছের,কল্যাণ বড়ুয়া,মোঃ ইউছুপ, মোঃ হোসেন,মোঃ আলী আকবর (বালি), মোঃ রাশেদ, বাবুল, মোঃ এরশাদ, মনা বড়ুয়া, কাজল বড়ুয়া, আছিয়া খাতুন,মোজাহের, মোঃ বদিউল আলম,সাজু বড়ুয়া প্রমূখ।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায় রাতের আঁধারে মোঃ ইউছুপের মালিকানাধীন বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।