ভাড়াটিয়াদের বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার

0
200

বকেয়া ভাড়ার জন্য বের করে দেওয়া কাঠালবাগানের সেই বাড়ির মালিক নুর আক্তার সম্পাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২।তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কমান্ডার মেজর আরেফিন।

এর আগে কাঠালবাগান থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।পুলিশের সহায়তায় রাজধানীর কাঠালবাগানে ভাড়া বাসায় শেষ পর্যন্ত ফিরল বকেয়া ভাড়ার জন্য বের করে দেওয়া পরিবারটি।গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাড়ির মালিক নুর আক্তার সম্পা দুই মাসের শিশুসহ পরিবারের পাঁচ সদস্যকে বাসা থেকে বের করে দেন। এরপর পুলিশ-র‌্যাবের দুই দিনের চেষ্টার পরও বাসায় ফিরতে না পেরে পরিবারটি আশ্রয় নেয় দক্ষিণ বাড্ডায় কুলসুম বেগমের মায়ের বাসায়। বাসার মালিকের সাথে দফায় দফায় যোগাযোগ করেও কোন সমাধান না হওয়ায় শেষ সোমবার (২০ এপ্রিল) বিকেলে পুলিশ কাঠালবাগানের ৫৭/৭ সেই বাসার তালা ভেঙ্গে পরিবারটিকে বাসায় দিয়ে আসে।কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র সময় সংবাদকে সেদিন টেলিফোনে জানিয়েছিলেন, পরিবারটিকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে তারা।