ভাড়ার টাকায় বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতে চায় সরকার

    0
    24

    ভাড়ার টাকায় বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতে চায় সরকার। রবিবার (২০ জুন) সকালে গৃহহীনদের দ্বিতীয় দফায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দফায় আধাপাকা ঘর পেলো, ৫৩ হাজার ৩৪০টি পরিবার। এ সময় তিনি করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। 

    মুজিব বর্ষে একটি মানুষও থাকবে না ঘরহীন; এই মূলমন্ত্রে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫৩ হাজার তিনশত চল্লিশ পরিবার পেল আধাপাকা ঘর।

    ২ শতক জমিসহ ২ রুমের একটি ঘর হস্তান্তর করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকা মানে নিজের ভোগ বিলাসিতা নয়; সাধারণ মানুষকে সুখী করাই তাঁর লক্ষ্য।

    শহরের বস্তিবাসীদের জন্যও স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এছাড়াও করোনার ভয়াবহতা এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান, সরকার প্রধান।