ভারত-বাংলাদেশ আলাদা দেশ মনে হয় না: মির্জা আব্বাস 

0
13

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী সব দিয়ে এসেছেন। কোন অর্জন নেই। দেশতো এক বানিয়ে ফেলেছে ভারত আর বাংলাদেশ আলাদা দেশ মনে হয় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শেষ হওয়ার পর এতো দেরিতে প্রেস কনফারেন্স করছে কারণ ভারত সফর নিয়ে বলার কিছু নেই।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রসঙ্গে বলেন, এই নির্বাচন কমিশনার সরকারের গোলামি করছে এরা জ্ঞান পাপী। নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন ও সরকারকে বিদায় জানানো হবে। নির্বাচন চাপিয়ে দিলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।