মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করবে বাংলাদেশ 

    0
    9

    মিয়ানমার থেকে বাংলাদেশে গুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও ঢাকায় তলব করা হবে। আগামীকাল রোববার (৪ সেপ্টেম্বর) তাকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনায় মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রতিবাদ জানাবে।

    শনিবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে আবারও মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া ২টি গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

    আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার: রিপোর্ট

    Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। এসময় যুদ্ধবিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়।

    সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে ফায়ারকৃত ২টি গোলা পতিত হয়।