মোছলেম উদ্দীন আহমেদের বিরুদ্ধে মিথ্যা স্টাটাস দেওয়া আইনজীবীর বিরুদ্ধে মামলা।

0
189


সেলিম চৌধুরী সিএনএন বাংলাদেশ ঃ-
চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের এমপি মোছলেম উদ্দীন আহমেদ ও তার ব্যক্তগত সহকারী পরিচয় দানকারী সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক হোসেন কবির লিটন বিরুদ্ধে ফেইস বুকে ষ্ট্যাটাস দেওয়া সেই
আইনজীবী বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক হোসেন কবির।
আজ ১০ জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায় চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী ও এডিশনাল পিপি কামাল উদ্দিন বিগত ৬ জানুয়ারী তার ফেইস বুকে পেইজে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ এর নামে ইস্যুকৃত সোনালী ব্যাংক কোট বিল্ডিং শাখার ১৫ লক্ষ টাকার চেকের ছবি দিয়ে লিখেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনজীবী কামাল উদ্দিনকে নৌকা মনোনয়ন পাইয়ে দিতে সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সম্পাদক হোসেন কবির লিটন এর মারফত চেকটি মোছলেম উদ্দীন আহমেদ নেন।
১৫ লক্ষ টাকা নগদ ও ১৫ লক্ষ টাকা চেক নেওয়ার পর
তার নাম কেন্দ্রে পৌছানো হয় নি এবং চেক ও টাকা ফেরত প্রদান করেনি।
এদিকে মামলার বাদী হোসেন কবির লিটন আদালতে পুরো বিষয় টি অস্বীকার করে বলেন তিনি আইনজীবী কামাল উদ্দিনের সাথে ব্যক্তিগত কোন যোগাযোগ নেই, টাকা বা চেক নেওয়ার প্রশ্নই আসে না।
আমি এবং আমার নেতা মোছলেম উদ্দীন আহমেদ এর নামে পরিকল্পিত কুৎসা রটানোর জন্য কামাল উদ্দিন অপপ্রচার করছে, তাই আমি আদালতে দারস্থ হয়েছি, আদালত মামলা গ্রহণ করে পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে।