যানবাহনে বিধি-নিষেধ আরোপের সুপারিশ

    0
    13

    করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় গণপরিবহনের উপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হবে। বিধি-নিষেধের আওতায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসতে পারে। 

    মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন সিদ্ধান্তের কথা জানান। 

    তিনি বলেন, ওমিক্রন রুখতে যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। এটার একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেল মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

    আগামী সাত দিনের মধ্যে এমন নির্দেশনা জারি হতে পারে বলে জানান মন্ত্রী।