যাবজ্জীবন সাজা মানে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড

    0
    13

    যাবজ্জীবন সাজা মানে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে।

    তবে, কারো বিরুদ্ধে রায়ে যদি আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করা থাকে, তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারেই থাকতে হবে।

    এর আগে, যাবজ্জীবনের মেয়াদ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনেন আপিল বিভাগ। এ নিয়ে ছিল দ্বিধা-দ্বন্দ্বও।

    তবে, গেল ২ ডিসেম্বর এক রিভিউয়ের রায়ে আপিল বিভাগ জানান, যাবজ্জীবনের মেয়াদের বিষয়টি পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ করা হবে। ১২০ পৃষ্ঠার সেই রায় আজ প্রকাশ করা হয়েছে।