রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই

    0
    19

    আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত। 

    সোমবার (১২ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাবরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি হাটে হবে কোরবানির পশু কেনাবেচা। যদিও গেলো বছরে এর সংখ্যা ছিল ১৩টি। করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতির কারণেই এবার হাট কমানো হয়েছে।

    এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করা হয়েছে।

    এই তিনটি পশুর হাট হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩ শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।