রাতভর ভারী বর্ষণে ডুবে গেছে চট্টগ্রাম নগরী

    0
    26

    রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিন্মাঞ্চল। সড়ক ও ওলিগলি ছাপিয়ে পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও।

    আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের নিচ তলা তলিয়ে যায়। ব্যহত হয় চিকিৎসা সেবা। প্লাবিত হয় নগরীর হালিশহর, জিইসি, বহদ্দারহাট, খাতুনগঞ্জ, মুরাদপুরসহ বিভিন্ন স্থান। এতে দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যাহত হয় ব্যবসায়িক কার্যক্রমও। তবে বেলা বাড়ার সাথে সাথে পানি নামতে শুরু করে। 

    এমন দুর্ভোগে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পানি নিস্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন নগরবাসী। এদিকে শেরপুরে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করেছে। 

    তবে মহারসী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।