রিকশাচালককে মারধরকারী চট্টগ্রামের সেই ট্রাফিক সার্জেন্ট ক্লোজড

    0
    34

    চট্টগ্রাম নগরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট ওমর ফারুক তেড়ে এসে রিকশাচালককে মারলেন পরপর তিনটি লাথি। তাতে লুটিয়ে পড়লেন রিকশাচালক জামাল মিয়া। সড়কের পাশে ফুটপাতে কিছুক্ষণ গড়াগড়ি করলেন, অঝোরে ঝরালেন চোখের পানি। গত সোমবারের (৪ অক্টোবর) এ ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট ওমর ফারুককে ক্লোজড করা হয়েছে।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নগর ট্রাফিক উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন।

    তিনি বলেন, রিকশাচালককে মারধরের অভিযোগে সার্জেন্ট ওমর ফারুককে ক্লোজড করা হয়েছে। তার ডিউটি আপাতত বন্ধ রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    গত সোমবার সন্ধ্যায় রিকশাচালক জামাল মিয়া দুইজন যাত্রী নিয়ে বহদ্দারহাট থেকে কসমোপলিটন আবাসিকের দিকে যাচ্ছিলেন। রিকশায় থাকা যাত্রীরা ২ নম্বর গেট মোড়ের কয়েক গজ আগে এসএ পরিবহনের পাশে রিকশা দাঁড় করান। এরপর সেখান থেকে মোড়ের দিকে আসতে কয়েক গজ পথ উল্টো চালান ওই চালক। এটি দেখেই ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট ফারুক রিকশাচালককে পরপর তিনটি লাথি মারেন। এতে রিকশাচালক জামাল লুটিয়ে পড়েন। পরে ফুটপাতে বসেই কাঁদতে থাকেন।