রোববার দুপুর পর্যন্ত চলবে গণপরিবহন

    0
    15

    কর্মস্থলে যোগ দিতে শিল্প শ্রমিকদের দিনভর ভোগান্তির পর গণপরিবহন চালু থাকার সিদ্ধান্ত এলো। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

    শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শ্রমিকদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এর আগে রোববার দুপুর পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলচলের সিদ্বান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

    তবে সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায় বরিশাল থেকে ছাড়া হয়নি রাজধানীমুখি কোনো লঞ্চ। গণমাধ্যমে সংবাদ দেখে লঞ্চ টার্মিনালে জড়ো হন অনেকে। তবে লঞ্চ না ছাড়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। আর নৌযান কর্তৃপক্ষ বলছে, এমন ঘোষণা কয়েক ঘণ্টা আগে দিলেও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া যেত। দীর্ঘ লকডাউনের কারণে লঞ্চে নেই কোন কর্মী।উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।