রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের আপত্তির বিষয়ে রায় আজ 

    0
    13

    রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আপত্তির বিষয়ে আজ শুক্রবার (২২ জুলাই) রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

    নেদার‍ল্যান্ডসের দ্য হেগে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) আইসিজের বর্তমান প্রেসিডেন্ট জোয়ান ডনাহিউয়ের সভাপতিত্বে পূর্ণ আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। খবর আল-জাজিরার।

    যদি এ আপত্তি খারিজ হয়ে যায় তাহলে পরবর্তী ধাপে এগিয়ে যাবে মামলাটি। গত ফেব্রুয়ারিতে এই আপত্তির বিষয়ে শুনানি হয়।

    এদিকে কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধির কারণে মামলার দুপক্ষের প্রতিনিধি ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না।

    রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। তবে এই ইস্যুতে আইসিজের এখতিয়ার নিয়েই আপত্তি জানায় মিয়ানমার সরকার।