লিঙ্গ সমতায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব

    0
    16

    লিঙ্গ সমতা নিশ্চিতে জাতিসংঘে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহবানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।

    এই প্রস্তাবে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, আগামীতে একটি শক্তি হিসেবে কাজ করবে এই নেটওয়ার্ক। বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার কথাও বলেন তিনি। 

    আরও পড়ুন: বিশ্বকাপে নিউজিল্যান্ডকে দেখে নেবে পাকিস্তান, শোয়েবের হুমকি

    বৈঠকে তিনি বিশ্বনেতাদের সামনে তিনটি প্রস্তাবও রাখেন, লিঙ্গ সমতা নিশ্চিত করতে যেগুলো সঠিকভাবে সমাধান করা প্রয়োজন।

    প্রধানমন্ত্রী তাঁর প্রথম প্রস্তাবে বলেন, আমি লিঙ্গ সমতার বিষয়ে উপদেষ্টা বোর্ড প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রশংসা করি। এখন এটিকে স্থানীয়করণ করা দরকার। আমাদের প্রত্যেক পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে লিঙ্গ চ্যাম্পিয়ন প্রয়োজন এবং আমরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দিতে পারি।

    দ্বিতীয়ত, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে পর্যাপ্ত রাজনৈতিক ও আর্থিক ভাবে সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন। এ ধরনের প্রচেষ্টায় সহায়তার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।