শনিবার চট্টগ্রাম নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

    0
    41

    জরুরি সংরক্ষণ কাজের জন্য আগামীকাল নগরীর পাঁচ বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড , চট্টগ্রাম। আজ শুক্রবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

    যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

    বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদের আওতাধীন এলাকা: সকাল ৮টা হতে দুপুর ২টা পযর্ন্ত  বাদামতলী মােড়ের পশ্চিম পাশে, কেরানীর বাড়ি থেকে দেওয়ানহাট মােড় পর্যন্ত, শেখ মুজিব রোড এর পশ্চিম পাশের চৌমহনী, মিষ্টি মুখ, মিস্ত্রিপাড়া, দেওয়ানহাট এলাকা, ডবলমুরিং থানা, মেম গলি, মিঠা গলি, অসকারাবাদ, খাদ্য গুদাম এলাকা, আব্দুল হাকিম মিয়া বল খেলার মাঠ এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    সকাল ৮টা হইতে বিকাল ৪টা পযর্ন্ত মুনছুরাবাদ, ইদগাঁও, আবুল বিড়ি, পাহাড়তলী, হাজীক্যাম্প, সিডিএ মার্কেট, পাহাড়তলী থানা, সিগন্যাল কলােনি ও আশপাশ এলাকা।

    সকাল ৭টা হইতে বিকাল ৩টা পযর্ন্ত বাদামতলী হতে চৌমহনী পযর্ন্ত অংশে শেখ মুজিব রোডের বাস্তার পূর্ব পাশ । পাঠানটুলী, নজিরভাণ্ডার লেইন, ককসি মার্কেট, মগ পুকুর পাড়।

    বিক্রয় ও বিতরণ বিভাগ পাহাড়তলীর আওতাধীন এলাকা: সকাল ৭টা হতে বিকাল ২ টা পযর্ন্ত  পাহাড়তলী আওতাধীন ১,৮,১২, ও ১৪ নম্বর ফিডারের আওতায় অলংকার মোড়, সাগরিকা রোড, ফইল্যাতলী বাজার, জেলে পাড়া, ছদু চৌধুরী রোড, গলি চিপা পাড়া,কালাম চেয়ারম্যান বাড়ি,  ছিদ্দিক কমিশনার বাড়ি, বশির শাহ মাজার, বণিক পাড়া, কলেজ রোড, লক্ষী মহাজন বাড়ি, জেলে পাড়া, বণিক পাড়া নিউ মুনছুরাবাদ, প্রশান্তি আবাসিক,সিডিএ আবাসিক, কর্নেল হাট বাজার, ফার্সি মেম্বার গলি, কবির চেয়ারম্যান গলি, সাবেক মেয়র মনজুরুল আলমের বাড়ি,কালির হাট, শাপলা আবাসিক এলাকা, জঙ্গল সলিমপুর এলাকা, ছদু চৌধুরী রোড, সাগরিকা রোড, ফইল্যাতলী বাজার,গলি চিপা পাড়া, জেলে পাড়া, বিটাক, খেজুর তলা, সিদ্দিক কমিশনারর বাড়ি, লবণ ফ্যাক্টরি, মন্ত্রীর বাড়িসহ পাশের এলাকা, উত্তর কাট্টলী, কালির হাট, মুন্সী পাড়া, বিশ্বাস পাড়া, পণ্ডিত বাড়ি, ইনার গাজি বাড়ি, বাড়ই পাড়া, বাংলা বাজার, ঈশান মহাজন রোড, সেবা খােলা, বড় কালী বাড়ি, আগ্রাবাদ, নিউ মনসুরাবাদ আবাসিক এলাকা, প্রশান্তি আবাসিক এলাকা, কর্নেল হাট, সিডিএ আ/এ, কর্নেল জোন সড়ক, পোস্ট অফিস গেট, মোস্তফা হাকিম কলেজ রােড।

    সকাল ৮টা হতে বিকাল ৩ টা পযর্ন্ত মুনছুরাবাদ পাসর্পোট অফিস, পুলিশ লাইন, পিডিবি কলোনি, নজির আহম্মদ রোড,  ইদগাঁ, মুন্সী পাড়া,ঝর্ণা পাড়া, আবুল বিড়ি, পাহাড়তলী , হাজী ক্যাম্প, হাক্কানী পেট্রোল প্যাম্প, সিডিএ মার্কেট,পাহাড়তলী থানা, সিগন্যাল কলােনি ও আশপাশ এলাকা।