শাবিপ্রবি উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

    0
    13

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    বুধবার (২৬ জানুয়ারি) তার সরকারি বাসভবনে শাবিপ্রবির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবির সমস্যাগুলোর সমাধান করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো মামলা থাকবে না বলেও জানান তিনি।

    এ সময় তিনি বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা দুঃখজনক। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আলাপ আলোচনার সঙ্গে সমাধান করতে চায়। শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে, তাদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।